আনন্দে দিশেহারা জনতা বেষ্টনী টপকে পদ্মা সেতুতে

মুন্সিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুন ২৫, ২০২২, ০৩:০০ পিএম

পদ্মা সেতুতে হাঁটাহাঁটিতে নিষেধাজ্ঞা রয়েছে, তবে আনন্দে দিশেহারা জনতা বেষ্টনী টপকে পদ্মা সেতুতে উঠে পড়েন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাধা দেয়নি।

শনিবার (২৫ জুন) বেলা ১২টার দিকে মাওয়া প্রান্তে টোল পরিশোধ শেষে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি শরীয়তপুরের জাজিরা প্রান্তের উদ্দেশে যাত্রা করেন। তার গাড়িবহর পদ্মা সেতু পার হওয়ার কিছুক্ষণ পরই ১টার দিকে সেতুর দিকে ছুটে যান উপস্থিত জনতা।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক জানিয়েছেন, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাওয়া প্রান্তে হাজার হাজার মানুষের উপস্থিতি লক্ষ করা যায়। দুপুর ১২টার দিকে উদ্বোধনী ফলক উন্মোচনের পর সেতু পার হয়ে প্রধানমন্ত্রী শরীয়তপুরের জাজিরা প্রান্তে চলে যান। এদিকে আনন্দে দিশেহারা হয়ে পড়েন উপস্থিত জনতা। তারা পদ্মার বেষ্টনী টপকে সেতুতে উঠে পড়েন, হেঁটে সেতুতে ঘুরে বেড়াতে থাকেন। অবশ্য এ সময় তাদের বাধা দেননি সেতুতে দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রোববার (২৬ জুন) সেতুতে যান শুরু হবে বলে জানা যায়, তবে উদ্বোধনের পর বেশ কিছু গাড়ি ও মোটরসাইকেল উঠতে দেখা যায়।

সেতু কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, পদ্মা সেতুতে মানুষ হাঁটাহাঁটি করতে পারবে না। গাড়ি থামানো যাবে না। তবে, এই নির্দেশনা মানেন নি আনন্দে দিশেহারা জনতা।