রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় চারটি মাছ ৯৭ হাজার টাকায় বিক্রি হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে মাছগুলো ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মৎস কর্মকর্তা মো. টিপু সুলতান।
মাছগুলো হলো ৪০ কেজির দুইটি বাঘাআইড়, ১২ কেজির বোয়াল ও ১৯ কেজির পাঙাশ। যথাক্রমে ধরা পড়ে দৌলতদিয়া ঘাট এলাকার জেলে সাদেক হালদার, সাঈদ হালদার ও এরশাদ মণ্ডলের জালে।
সাদেক হালদার জানান, ভোর রাতের দিকে তিনিসহ কয়েকজন পদ্মা নদীতে মাছ শিকার করতে যান। দীর্ঘক্ষণ কোনো মাছ না পাওয়ায় তারা হতাশ হন। বাড়ি ফেরার আগে শেষবারের মতো জাল ফেললে দুটি বাঘাআইড় ধরা পরে। পরে মাছটি বিক্রির জন্য সকাল ৯টার দিকে নিয়ে আসেন দৌলতদিয়া মাছের আড়তে। মো. শাহজাহান শেখ নামে একজন মাছ ব্যবসায়ী মাছ দুটি কিনে নেন।
শাহজাহান শেখ বলেন, “আড়ত থেকে ১ হাজার ১০০ টাকা কেজি দরে দুটি বাঘাআইড় মোট ৪৪ হাজার টাকায় কিনি। একটি মাছের ওজন সাড়ে ১৯ ও আরেকটি সাড়ে ২০ কেজি। পরে মোবাইলে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছ দুটি ১ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার টাকায় বিক্রি করি।”
সাঈদ এবং এরশাদ তাদের মাছ দুইটি আড়তে আনলে মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা কিনে নেন।
চান্দু মোল্লা বলেন, “বোয়ালটি প্রতি কেজি ১৮০০ টাকা দরে মোট ২১ হাজার ৬০০ টাকায় কিনেছি। আর পাঙাশটি ১৩৫০টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৬৫০ টাকায় কিনি। পরে পাঙাশটি প্রতি কেজি ১৪৫০ টাকা দরে মোট ২৭ হাজার ৫৫০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি।”
উপজেলার মৎস্য কর্মকর্তা টিপু সুলতান বলেন, “বর্তমানে পদ্মায় যেসব বড় মাছ ধরা পড়ছে তা গভীর জলে বসবাস করে। নদীতে পানি বাড়ার কারণে এসব মাছ খাবারের সন্ধানে ওপরে চলে আসছে। যার ফলে মাঝে মধ্যেই জেলেদের জালে পাঙাশ, রুই, কাতলা, বোয়াল ও বাঘাআইড়সহ বিভিন্ন জাতে মাছ ধরা পড়ছে।”