ময়মনসিংহ সদর ও নান্দাইল উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুন) দুপুর পৌনে দুইটার দিকে সদরের দড়ি কুষ্টিয়া ও নান্দাইলের গাঙ্গগাইল বাজার এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন এবং নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আবু বক্কর (৪০) ও জাহাঙ্গীর আলম (৩০) বাড়ি সদর উপজেলার দড়ি কুষ্টিয়া এলাকায়। তারা পেশায় কৃষক ছিলেন। নান্দাইলের একই পরিবারের তিন শিশু। তারা হলো সাঈদ মিয়া (১২), স্বাধীন মিয়া (১১) এবং শাওন (৮)। তাদের বাড়ি উপজেলার কংকরহাটি গ্রামে। সম্পর্কে তারা চাচাতো ভাই।
ফারুক হোসেন জানান, কৃষক আবু বক্কর ও জাহাঙ্গীর আলম ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়েছিলেন। বৃষ্টির মধ্যে বজ্রপাতে তারা মারা যান।
এদিকে, নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান জানান, সাঈদ মিয়া, স্বাধীন মিয়া এবং শাওন বৃষ্টির মধ্যে মাছ ধরতে যায়। বজ্রপাতে তাদের মৃত্যু হয়।