পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (১২ জুন) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে নদীর পাড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী কৃষকরা অভিযোগ করেন, উপজেলার ভায়না, লক্ষ্মীপুর, চলদা, চরতারাপুর, চর মানিকদীর, চরবিশ্বনাথপুরে একটি প্রভাবশালী মহল ইজারা নিয়ে পদ্মা নদীর বিভিন্ন জায়গা থেকে অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু কেটে নেবার ফলে শত শত বিঘা আবাদি জমি ঝুঁকির মুখে পড়েছে। দুই ফসলি জমিতে পাট, ধান, বাদাম, তিল, ভুট্টা, পেঁয়াজ, রসুন ও ছোলাসহ নানা ফসল আবাদ হয়। সাধারণ কৃষকদের একমাত্র জীবিকা নির্বাহ করে এই সকল চরের জমি দিয়ে।
অবিলম্বে এই অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ না হলে শত শত কৃষকের জমি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন নদীপাড়ের কৃষকরা। এজন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে বক্তব্য দেন, ইয়াছিন প্রমানিক, রশিদ আলী শেখ, আকবর মণ্ডল, হাশেম শেখ, আমিরুল, হিলাল, বাচ্চু শেখ ও নবী প্রমানিক।