লক্ষ্মীপুরের রায়পুর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের পর স্কুলছাত্রীকে (১৭) ধর্ষণের ঘটনায় আনাছ আলী সুমন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১১ জুন) রাতে ছাত্রীর মা বাদী হয়ে সুমনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রায়পুর থানায় মামলা করেন। এর আগে ওইদিন সকালে খুলনা জেলার রূপসা থানাধীন আইচগাতী ইউনিয়নের রাজাপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও সুমনকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার সুমন একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
র্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্র জানায়, ওই কিশোরী রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার সঙ্গে সুমনের মোবাইলের মাধ্যমে সম্পর্ক গড়ে ওঠে। ২৩ মে দুপুরে ওই কিশোরী বাড়ির পাশে হাঁটতে গেলে পূর্ব সম্পর্ক ও বিয়ের প্রলোভনে সহযোগীদের নিয়ে সুমন তাকে অপহরণ করেন। পরে সুমন তার এলাকা খুলনার রাজাপুর গ্রামে কিশোরীকে নিয়ে যান। এরপর থেকে সুমন তাকে একাধিকবার ধর্ষণ করেন।
এদিকে অপহরণের পর ২৭ মে ওই স্কুলছাত্রীর মা র্যাব-১১ এর-নোয়াখালী ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় খুলনার আইচগাতী ইউনিয়নের রাজাপুর থেকে কিশোরীকে উদ্ধার ও সুমনকে গ্রেপ্তার করে র্যাব। এ ব্যাপারে নোয়াখালীর টিমকে র্যাব-৬ খুলনা সহযোগিতা করে।
র্যাব-১১-এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক খন্দকার মো. শামীম হোসেন জানান, অপহরণ ও ধর্ষণের ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সুমনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।