আর্মি ক্যাম্পে আগুনের গুজব ছড়ানো ৭ জন রিমান্ডে

সিলেট প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০৭:৩৯ পিএম

সিলেটে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ১৬ তলা ভবনে আগুন লাগার গুজব ছড়ানোর অভিযোগে ভুয়া সাংবাদিকসহ গ্রেপ্তার ৭ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৯ আগস্ট) পুলিশ গ্রেপ্তারদের ৫ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবাংশু পাল।

এর আগে গত ২৫ জুলাই সিলেটের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব। তখন র‌্যাব জানিয়েছিল, গত ২২ জুলাই নিয়মিত সাইবার পেট্রোলিংয়ের সময় র‍্যাব সিলেটের সাইবার মনিটরিং টিম সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মুরাদপুর আর্মি ক্যাম্পে আগুন’ শীর্ষক গুজবের প্রচারণা দেখতে পায়। তৎক্ষণাৎ র‌্যাব-৯ এর সাইবার মনিটরিং টিম র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের সহায়তায় ওই গুজবের ব্যাপারে অনুসন্ধান শুরু করে। অতি অল্প সময়ের মধ্যে র‌্যাব-৯ তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও অনুসন্ধান সাপেক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা গুজবের প্রচারণাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলাধীন তুরুগাঁও এলাকার (বর্তমানে সিলেট নগরীর মেন্দিবাগ নোয়াগাঁও এলাকার বাসিন্দা) মৃত খলিলুর রহমানের ছেলে মো. আশফাকুর রহমান (৩২), সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানার পীরের চক গ্রামের মৃত উস্তার আলীর ছেলে আলা উদ্দিন আলাল (৭৪), গোলাপগঞ্জ থানার মজিদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রেজা হোসাইন (২০), গোলাপগঞ্জ থানার আওই বানীগ্রামের মৃত মোবারক আলীর ছেলে সোহেল আহমদ (২৬), গোলাপগঞ্জ থানার বাঘীরঘাট এলাকার মৃত আশাব আলীর ছেলে আবুল কাশেম (৩৫), এসএমপির মোগলাবাজার থানার কুচাই গ্রামের ইউনুছ আলীর ছেলে রাজন আহমদ (২৮) ও এয়ারপোর্ট থানার আটপিয়ারি গ্রামের আলতাফ হোসেনের ছেলে মোক্তার হোসেন মান্না (২৮)। পরে সিলেটে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ১৬ তলা ভবনে আগুনের গুজব রটনাকারী ৮ জনের বিরুদ্ধে মামলা করে র‌্যাব-৯।