ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি প্রকাশিত: জুন ৯, ২০২২, ০৫:৫৫ পিএম

বগুড়ায় ধর্ষণের দায়ে দুলু প্রামাণিক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর এই রায় দেন। এসময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) আশেকুর রহমান সুজন। দুলু প্রামাণিক বগুড়ার ধুনট উপজেলার আনারপুর দহপাড়া গ্রামের সিদ্দিক প্রামাণিকের ছেলে।

পিপি আশেকুর রহমান সুজন জানান, ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে ধুনটের আনারপুর এলাকায় দুলু প্রামাণিক তার প্রতিবেশী তালাকপ্রাপ্ত এক নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় ধর্ষণের শিকার নারী ধুনট থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ধুনট থানার তৎকালীন এসআই বুলবুল ইসলাম ওই বছরই আদালতে চার্জশিট দাখিল করেন। পরে দুলু প্রামাণিক জামিন পান এবং তখন থেকেই তিনি পলাতক রয়েছেন। দীর্ঘ ১৩ বছর পর ধর্ষণের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তার অনুপস্থিতিতেই দুলুকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ১ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।