স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে ৩ যুবককে কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি প্রকাশিত: জুন ৯, ২০২২, ০৫:২২ পিএম

নড়াইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে বখাটে ৩ যুবককে অর্থদণ্ডসহ কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে নড়াইলের সহকারী কমিশনার (এসি ল্যান্ড) মো. রুহুল কুদ্দুস নড়াইল সরকারি মহিলা কলেজের সামনে এই শাস্তি দেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অপরাধীরা একটি স্কুল ছাত্রীকে রাস্তায় একা পেয়ে বিতর্কিত কথাবার্তা বলে তার হাত ধরতে উদ্যত হয়েছিল। তারা মেয়েটিকে নানা অশ্লীল কতাবার্তাও বলে। এই ঘটনা প্রমাণ হওয়ায় সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আকমল আলীর ছেলে ইজাজুলকে ৩০ হাজার টাকা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড, ইস্রাফিল সিকদারের ছেলে ইসমাইলকে ২০ হাজার টাকা, অনাদায়ে ২ মাসের কারাদণ্ড এবং একই এলাকার মোকাদ্দেস কাজির ছেলে মিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেন।

নড়াইল সদর সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস বলেন, “ভ্রাম্যমান আদালত ১৮৬০-এর ৫০৯ ধারায় তাদের শাস্তি দিয়েছি। এর মাধ্যমে সমাজ ও অভিভাবকের কাছে একটি বার্তা পৌঁছে যাক যে, মেয়েরা নিরাপদে নির্ভয়ে স্কুল কলেজে যেতে পারে।”