বাড়ির সীমানায় বৃষ্টির পানি পড়ায় পিটিয়ে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি প্রকাশিত: জুন ৭, ২০২২, ০৭:৩৮ পিএম

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ভাতিজার লাঠির আঘাতে চাচি নাদিরা বেগম (৫৪) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুন) সকালে উপজেলার সাঘাটা ইউনিয়নের দক্ষিণ সাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নাদিরা বেগম ওই গ্রামের নাদের আলী সরকারের স্ত্রী।

স্থানীয়রা জানান, পারিবারিক জমির সীমানা নিয়ে বেশ কিছুদিন ধরে দেবর লেবু মিয়ার সঙ্গে নাদিরার দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে সকালে বাড়ির সীমানায় বৃষ্টির পানি পড়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এ সময় ভাতিজা মতিন মিয়া, তার মা তহমিনা ও বৌ আঁখি লাঠি দিয়ে নাদিরা বেগমকে এলোপাতাড়ি মারপিট শুরু করেন। একপর্যায় মতিন মিয়া লাঠি দিয়ে নাদিরাকে জোরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে নাদিরা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং এদের মধ্যে তহমিনা ও আঁখিকে আটক করা হয়েছে।”