এসডিজি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি প্রকাশিত: জুন ৭, ২০২২, ০২:৪৬ পিএম

পটুয়াখালীতে এসডিজি লোকালাইজেশন ফ্রেম ওয়ার্ক বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও ইউএনডিপির সিনিয়র অ্যাডভাইজার মো. আবুল কালাম আজাদ।

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ইউএনডিপির গুড গর্ভামেন্স স্পেশালিস্ট দিপক চক্রবর্তী, জেলা পরিষদ প্রশাসক খলিলুর রহমান মোহন।

সভায় বিভিন্ন দপ্তরের প্রধান, প্রেসক্লাব সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স, প্যানেল মেয়র দেলোয়ার হোসেন আকন, উপজেলা চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার, ইউপি চেয়ারম্যানসহ শতাধিক প্রতিনিধি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা নির্মাণের স্বপ্ন দেখেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী তা বাস্তবায়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। এমডিজি অর্জন শেষে এখন আমারা এসডিজি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। এসডিজির জন্য ২৩৭টি টার্গেট নিয়ে সরকার কাজ করছে। তার মধ্যে ৩৯টি বিষয়কে সবচেয়ে গুরুত্ব  দিচ্ছে সরকার।”