মেঘনায় ভেসে এলো মৃত ডলফিন

ভোলা প্রতিনিধি প্রকাশিত: জুন ৭, ২০২২, ০৯:২৫ এএম

ভোলার মনপুরায় মেঘনা নদীতে ভেসে আসা একটি মৃত ডলফিন উদ্ধার করে বনবিভাগ।

সোমবার (৬ জুন) বিকেলে উপজেলার মনপুরার ইউনিয়নের তুলাতলী ঘাট সংলগ্ন মেঘনা পাড় থেকে স্থানীয় জেলেদের সহযোগিতায় ডলফিনটি উদ্ধার করা হয়।

পরে মৃত ডলফিনটি নদীর তীরে মাটি চাপা দেয়া হয়। ডলফিনটি ৩০ ইঞ্চি লম্বা এবং ওজন ৪ কেজি বলে জানিয়েছে বনবিভাগ।

স্থানীয় জেলেরা জানান, ডলফিনটি খাবারের সন্ধানে গভীর সমুদ্র থেকে সাগর মোহনার মেঘনা নদীতে এসেছিল। এ সময় মাছ ধরার ট্রলারের পাখার সঙ্গে আঘাত লেগে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে মনপুরা উপজেলা বন বিভাগের বিট কর্মকর্তা মো. মিলন জানান, মৃত ডলফিন নদী থেকে উদ্ধারের পর তুলাতলী ঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরে মাটি চাপা দেওয়া হয়েছে। ডলফিনটির মাথার কাছে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।