‘বিস্ফোরণের ঘটনায় দায়ীদের ছাড় দেওয়া হবে না’

চট্টগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জুন ৬, ২০২২, ০৭:০১ পিএম

সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় দায়ীদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, “কেউ আইনের ঊর্ধ্বে নয়। আগুনের ঘটনায় মালিক পক্ষের কোনো অবহেলা আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে কোনো লিকেজ পাওয়া গেলে মালিক পক্ষকে বিচারের মুখোমুখি করা হবে।”

সোমবার (৬ জুন) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আগুনে দগ্ধদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সীতাকুণ্ডে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আন-অফিসিয়ালি আগুনে ৪৯ জন নিহত হওয়ার কথা জানানো হলেও অফিসিয়ালি জেনেছি ৪১ জনের লাশ পাওয়া গেছে। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের ৯ কর্মী রয়েছেন। আহতদের ঢাকা এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “সবাইকে অনুরোধ করবো, হাসপাতালে এসে ভিড় না করতে। হাসপাতালে ভিড় করলে রোগীদের চিকিৎসাসেবায় ব্যাঘাত ঘটবে।”

শনিবার (৪ জুন) দিবাগত গভীর রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এ ঘটনায় সর্বশেষ তথ্যানুযায়ী এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।

নিহতদের মধ্যে ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকীদের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।