কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে বিধি লঙ্ঘনের দায়ে দুই মেয়র প্রার্থীকে জরিমানা করা হয়েছে। পরিবহনে পোস্টার সাঁটানোর দায়ে নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতকে ১০ হাজার টাকা এবং নির্বাচনী প্রচারে জীবন্ত প্রাণী (ঘোড়া) ব্যবহারের কারণে স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাচনী দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা সংবাদ প্রকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর দিনেই পোস্টার ছেঁড়া ও মাইক ভাঙচুরের অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু।
এবার কুসিকের ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটিতে মোট ভোটার দুই লাখ ২৯ হাজার ৯২০। তাদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২। পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬।
নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মাঠে সরব রয়েছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু (স্বতন্ত্র), নিজাম উদ্দিন কায়সার (স্বতন্ত্র), ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম ও নাগরিক কমিটির কামরুল আহসান বাবুল (স্বতন্ত্র)।