মোংলা বন্দরে ভারতীয় দুই যুদ্ধজাহাজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশিত: মে ২৪, ২০২২, ০৭:১৪ পিএম

সমুদ্র মহড়ায় যোগ দিতে মোংলায় পৌঁছেছে ভারতের দুটি যুদ্ধজাহাজ। জাহাজ দুটি হলো— মিসাইল করভেট ‘আইএনএস কোরা’ ও অফশোর পেট্রোল ভেসেল ‘আইএনএস সুমেধা’।  

মঙ্গলবার (২৪ মে) বিকেল ৪টায় জাহাজ দুটি মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে। এ সময় বন্দর নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মোশারফ হোসেনের উপস্থিতিতে সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে অভিবাদন জানায়। এ ছাড়াও খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল আনোয়ার হোসেন, এনজিপি, পিসিজিএম, এনডিসি, এএফডবিউসি, পিএসসি, বিএন-এর পক্ষ থেকে অধিনায়ক বানৌজা মোংলা জাহাজ দুটিকে মোংলা বন্দরে অভ্যর্থনা জানান।

এসময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় দূতাবাসের প্রতিনিধিসহ বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সফরকারী জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা আবু উবাইদাহ ও বানৌজা আলী হায়দার তাদেরকে স্বাগত জানায়। ১৪ জন কর্মকর্তা ও ১২১ জন নাবিকসহ ‘আইএনএস কোরা’-এর নেতৃত্বে আছেন কমান্ডার প্রদীপ কুমার ও ১১ জন কর্মকর্তা ও ১১০ জন নাবিকসহ ‘আইএনএস সুমেধা’-এর নেতৃত্বে আছেন কমান্ডার সুমিত মালিক।

বাংলাদেশে অবস্থানকালে বাংলাদেশস্থ ভারতীয় হাই কমিশনের একজন প্রতিনিধি ও জাহাজ দুটির অধিনায়কবৃন্দ কমান্ডার খুলনা নেভাল এরিয়া ও কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সফরের অংশ হিসেবে জাহাজ দুটি বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে মোংলা নেভাল বার্থ ও বাংলাদেশের সমুদ্র সীমানায় এক্সারসাইজ ‘করপ্যাটথও ‘এক্সারসাইজ বঙ্গোসাগরে অংশগ্রহণ করবে। এছাড়াও ভারতীয় নৌবাহিনীর দল ও কমফ্লোট ওয়েস্ট দলের মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হবে। সফরের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকগণ ভারতীয় নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করবেন।

জাহাজ দুটির এই শুভচ্ছা সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। তিনদিনের শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি আগামী ২৬ মে বাংলাদেশ ত্যাগ করবে।