ছেঁড়া দ্বীপে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ আটক

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: মে ১৯, ২০২২, ০৮:১৬ পিএম

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপ থেকে ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ ১০ জনকে আটক করেছে নৌবাহিনী।

বৃহস্পতিবার (১৯ মে) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন শাহজালাল (৩০), ইলিয়াস (২৬), কালা মিয়া (২৪), মো. রফিক (৩৩), মোহাম্মদ রহিম (২২), রবিউল ইসলাম (৩৪), মোহাম্মদ ইব্রহিম (৩৩), আবু বক্কর (৩৩), জসিম উদ্দিন (২৩) ও রফিক উদ্দিন (৪৪)।

বিষয়টি নিশ্চিত করে বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক ও ক্যাপ্টেন সোহেল আজম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের পূর্ব দিকে সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ফিশিং বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌবাহিনীর সদস্যরা বোটটিকে থামার সংকেত দেন। বোটটি না থামিয়ে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে সেটি আটক করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে জালের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ ১০ মাদক পাচারকারীকে আটক করা হয়।

ক্যাপ্টেন সোহেল আজম আরও জানান, আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।