৩ কোটি টাকার ফেনসিডিল ধ্বংস

জয়পুরহাট প্রতিনিধি প্রকাশিত: মে ১৯, ২০২২, ০৬:০৬ পিএম

জয়পুরহাটে ৬৫টি মামলার আলামত ১৪ হাজার ৬৪১ বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। এর মূল্য আনুমানিক প্রায় ৩ কোটি টাকা। 

বৃহস্পতিবার (১৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরের সামনে এসব মাদক ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশীথ রঞ্জন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জয়পুরহাট জেলা ও জজ আদালতের সরকারি কৌসলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মন্ডল, কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ খান, নীরেন্দ্রনাথ মন্ডল, মালখানার এসআই (নিরস্ত্র) রিয়াজুল ইসলাম।

পুলিশের আদালত পরিদর্শক আব্দুল লতিফ খান বলেন, “জয়পুরহাট আদালতের মালখানায় ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মোট ৬৫টি মামলার আলামত হিসেবে সংরক্ষিত থাকা সাড়ে ১৪ হাজারের অধিক ফেনসিডিল ধ্বংস করা হয়েছে।”