ধান বোঝাই ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত, আহত ৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ১৮, ২০২২, ০৯:৫৫ পিএম

নওগাঁ থেকে ধান কেটে চাঁপাইনবাবগঞ্জে ফেরার পথে ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

বুধবার (১৮ মে) বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাওয়েল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বহালাবাড়ির মৃত মুনসুর আলীর ছেলে মন্টু আলী (৪০), একই উপজেলার দুখুর মোড় কুথানিপাড়ার ইলিয়াস আলীর ছেলে বুলবুল (৩৫) ও সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সতের রশিয়া চামা গ্রামের নওশেদ আলীর ছেলে আসাদুল ইসলাম (২৬)।

নিহতের স্বজন, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, শিবগঞ্জের একদল ধানকাটা শ্রমিক নওগাঁয় ধান কাটতে গিয়েছিল। ধানকাটা শেষে ট্রাক বোঝাই ধান নিয়ে বাসায় ফেরার পথে আমনুরা-নয়াগোলা রোডের পাওয়েল নামক স্থানে ট্রাকটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় বুলবুল।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন মারা যায় মন্টু আলী। পরবর্তীতে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা গুরুতর আহত অবস্থায় আসাদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাজশাহীতে যাওয়ার পথে মারা যায় আসাদুল ইসলাম।