ককটেল বানাতে গিয়ে কবজি বিচ্ছিন্ন কিশোরের

জামালপুর প্রতিনিধি প্রকাশিত: মে ১৭, ২০২২, ১০:০৪ পিএম

ইউটিউবের ভিডিও দেখে ককটেল বা আতশবাজি জাতীয় বিস্ফোরক বানাতে গিয়ে ছিন্নভিন্ন হয়ে গেছে সাগর (১৭) নামের এক কিশোরের হাতের কবজি।

মঙ্গলবার (১৭ মে) বিকেলে ওই কিশোরের নিজবাড়িতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য এলেও পরে পুলিশ ও সাংবাদিকদের ভয়ে আহত কিশোরকে নিয়ে অজ্ঞাত স্থানে চলে গেছে তার পরিবার। আহত কিশোর সাগর মিয়া (১৭) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের চর ছালাল গ্রামের আনছার আলীর ছেলে।

পরিবারের বরাত দিয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সুমাইয়া মুনিয়া জানান, সাগর মিয়া নতুন কিছু উদ্ভাবনের নেশায় আতশবাজির বারুদ খুলে পাইপে ভরে হাতুড়ি দিয়ে আঘাত করে। মুহূর্তেই বিকট শব্দে পাইপ ফেটে বারুদ বিস্ফোরিত হয়ে তার বাম হাতের তালু ও কবজি থেকে মাংস ছিন্নভিন্ন হয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন সন্ধ্যায় তাকে সরিষিবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করলে পুলিশ ও সাংবাদিকের উপস্থিতির ভয়ে পরিবারের লোকজন আহত কিশোরকে নিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করে।

সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান, বিষয়টি কেউ অবগত করেনি, তবে খোঁজ-খবর নিচ্ছি।