বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে ৯০ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ মে) সকালে ঘুমধুম ইউনিয়নের চাকমার পাড়ার কলাজাইং টিলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নাইক্ষ্যংছড়ির রেজু গর্জনবুনিয়া গ্রামের লামংগ্যা তংচংগ্যা (২৮) ও লাতাইমং তংচংগ্যা (৩৬)।
কক্সবাজারের ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক মো.মেহেদি হোসাইন কবির জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল কলাজাইং টিলা এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়। এ সময় দুজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে তল্লাশি করে মাটির নিচে গর্তে লুকানো ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক দুজনকে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় আরও ৪ জনকে পলাতক আসামি করা হয়েছে।