মানিকগঞ্জের ঘিওরে স্ত্রী ও দুই কন্যাকে গলা কেটে হত্যা অভিযোগ উঠেছে আসাদুজ্জামান রুবেল (৪০) নামের এক দন্ত চিকিৎসকের বিরুদ্ধে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।
রোববার (৮ মে) ভোরে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বালিয়াখোড়া গ্রামের আসাদুজ্জামান রুবেলের স্ত্রী লাভলী (৩৫) এবং তার দুই মেয়ে ছোঁয়া (১৬) ও কথা (১২)।
ছোঁয়া স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণি এবং কথা পঞ্চম শ্রেণিতে পড়াশুনা করতেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বিষয়টি নিশ্চিত করে জানান, আঙ্গারপাড়া গ্রামের আসাদুজ্জামান রুবেলের বাড়ি থেকে তার স্ত্রী ও দুই মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রুবেল নিজেই তার স্ত্রী ও দুই মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছেন। এ ঘটনার পর থেকে তিনি পলাতক। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে।