ঈদের ছুটি শেষে কর্মক্ষেত্রে ফেরা মানুষের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। ছুটি শেষ হতে এখনো একদিন থাকলেও মানুষ ছুটছে তাদের কর্মক্ষেত্রে। শুক্রবার (৬ মে) সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাটে ঢাকা ফেরত মানুষের চাপ থাকলেও ছিল না ভোগান্তি। তবে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মানুষের চাপ।
রাত সাড়ে ৮টার দিকে খোঁজ নিয়ে জানা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ কিলোমিটার পর্যন্ত যাত্রীবাহী বাসের সারি রয়েছে। এছাড়াও প্রায় ১০০ ব্যক্তিগত গাড়ি রয়েছে পারাপারের অপেক্ষায়।
কুষ্টিয়া থেকে আসা মিজানুর রহমান বলেন, “প্রায় তিন ঘণ্টা ধরে যানজটে বসে আছি। হয়তো আরও দেড়ঘণ্টা লাগবে ফেরিতে উঠতে।”
মাগুরা থেকে আসা রাজিব হোসেন জানান, তিনি বিকেল সাড়ে ৪টা দিকে আসলেও এখনো ফেরিঘাট থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে বসে আছেন।
এবিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, দুপুরের পর থেকে গাড়ির চাপ বাড়তে শুরু করেছে। বর্তমানে গাড়ি পারাপরের জন্য ২১টি ফেটি চলাচল করছে।