শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট

বৈরী আবহাওয়ায় ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

মুন্সিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ৩, ২০২২, ১০:৫৬ এএম

বৈরী আবহাওয়ায় কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩ মে) সকাল পৌনে ১০টার দিকে এ ঘোষণা দেওয়া হয়।

এ নৌরুটে ৮টি ফেরি, ৮৫টি লঞ্চ ও ১৫৫টি স্পিডবোট‌ চলছিল।

শিমুলিয়া নদীবন্দর কর্মকর্তা মো. সোলাইমান জানান,‌ঝোড়ো আবহাওয়ার কারণে নদী উত্তাল থাকায় লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া পর্যবেক্ষণ করে স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হবে।

এ রুটে‌ আজ‌ ৮টি ফেরি চলাচল করছিল। সকালে ঘাটে কিছুটা মোটরসাইকেলের চাপ ছিল।