রমজানে বাজারে অভিযান, ৭৮ হাজার টাকা জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২, ১২:৪৮ পিএম

পঞ্চগড়ে রমজানের প্রথম দিন থেকে টানা ২০ রমজান পর্যন্ত ১৫টি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজার তদারকির এই অভিযানে বিভিন্ন অপরাধে ৫৩টি প্রতিষ্ঠারকে মোট ৭৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

শনিবার (২৩ এপ্রিল) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঈদ ও রমজান উপলক্ষে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। রমজানের প্রথমদিন থেকে ২০ রমজান পর্যন্ত নিত্যপন্যের দোকান, ফলের দোকান, মাছ, মাংসের দোকান, ভোজ্য তেলের বাজার, বিপনি বিতান, ইফতারি পন্যের দোকান, হোটেল রেস্তোরাঁসহ অন্যান্য পন্যের দোকানসহ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। 

এসময় ৫৩টি প্রতিষ্ঠানের মালিককে বিভিন্ন অপরাধে ৭৮ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে সবাইকে সচেতনও করা হয়েছে বলে জানায় অধিদপ্তরের সদস্যরা।

ভোক্তাদের জন্য বাজার নিয়ন্ত্রণ রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের নির্দেশনায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে জানায় সংশ্লিষ্টরা।