যশোরের বেনাপোলে এক কেজি ৭৫০ গ্রাম ওজনের ১৫টি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে সীমান্তের পুটখালী থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা ওই যুবককে আটক করে। আটক যুবকের নাম মনিরুল ইসলাম। তিনি বেনাপোল বন্দর থানার পুটখালী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
ব্যাটালিয়ন- ২১ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, যুবকের কোমরে সোনার বারগুলো লুকানো ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। খবর পাওয়া যায়, বেনাপোলের পুটখালী সীমান্ত পথে স্বর্ণের একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ওই যুবককে আটক করে বিজিবি।
আটক যুবকের বিরুদ্ধে স্বর্ণ পাচার আইনে মামলা করা হয়েছে এবং বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান।
বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান আরও জানান, জব্দ করা ১৫টি স্বর্ণের বারের আনুমানিক মূল্য এক কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।