স্বামীর আত্মহত্যার দেড় বছর পর স্ত্রী রুমানা আক্তারও (২১) ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে বাগেরহাটের শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রামে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানায়, উপজেলার নলবুনিয়া গ্রামের রুমানা আক্তার তার স্বামীর (শাকিল হাওলাদার) মৃত্যুর পর একই গ্রামের দাদাবাড়িতে দাদি আলেয়া বেগমের কাছে আশ্রয় নেয়। বৃহস্পতিবার দুপুরে নাতি রুমানাকে বাড়িতে রেখে দাদি আলেয়া বেগম রান্নার জন্য পাশের বাড়িতে সবজি আনতে যান।
ফিরে এসে রুমানার কোনো সাড়া শব্দ না পেয়ে দাদি খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায় ঘরের দরজা খুলে দেখেন তার নাতি রুমানা ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে রুমানার লাশ উদ্ধার করে।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য হারুন অর রশিদ তালুকদার জানান, এখন থেকে দেড় বছর আগে রুমানার স্বামী শাকিল হাওলাদার একই ভাবে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম হোসেন বলেন, এ ঘটনায় শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।