১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা চালিয়েছিল এ দেশে। তাই গণহত্যা দিবস ২০২২ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ফেনী সরকারি কলেজের সহযোগিতায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) সকালে ফেনী সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে ফেনী সরকারি কলেজের সহযোগিতায় অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ড. রফিক উস সালেহীন, অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ মো. আন্দালিব।
জেলা কালচারাল অফিসার এস এম টি কামরান হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন ফেনী সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা এ এস সাইদুর রহমান বুলবুল, বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা।