তাড়া খেয়ে নদীতে ঝাঁপ, ৪ দিন পর লাশ উদ্ধার

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২২, ০৭:২৭ পিএম

মোংলা উপজেলায় চুরি করতে গিয়ে নিরাপত্তাকর্মীদের তাড়া খেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়া নিখোঁজ যুবকের লাশ চারদিন পর উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এরআগে মঙ্গলবার রাতে পশুর নদীর বিদ্যারবাহন-শেলাবুনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিখোঁজ যুবক আহাদ মুন্সী (২২) উপজেলার রামপালের রাজনগর ইউনিয়নের কালেখারবেড় এলাকার সেকেন্দার মুন্সীর ছেলে। আহাদ পেশায় ভ্যানচালক ছিলেন বলে পুলিশ জানিয়েছে। 

ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, রামপালের রাজনগর এলাকায় সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ১১ ফেব্রুয়ারি সেখানে চারজন চুরির করার জন্য যান। বিদ্যুৎকেন্দ্রে মধ্যে তাদের দেখতে পেয়ে সেখানকার নিরাপত্তাকর্মীরা ধাওয়া দেয়। পালানোর সময় তিনজন নিরাপদে সরে যেতে পারলেও আহাদ মুন্সী পশুর নদীতে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পর নদীতে নিখোঁজ হয় সে। নিখোঁজের চারদিনের মাথায় মঙ্গলবার রাতে পশুর নদীর শেলাবুনিয়া এলাকায় তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।