সংখ্যালঘুর বাড়িতে আগুন, বাবা-ছেলে আটক

লালমনিরহাট প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ০৯:২০ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সংখ্যালঘু এক সনাতন ধর্মালম্বীর ঘর ও খরের গাদায় আগুন দেওয়ার অভিযোগে প্রতিবেশি নুর ইসলাম ও তার ছেলে জুয়েল মিয়াকে আটক করেছে পুলিশ।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে তাদের আটক করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বাবা-ছেলেসহ ১৫জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দেন ক্ষতিগ্রস্ত কৃষ্ণ কুমার রায়।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব কাদমা গ্রামের গিরিজয় চন্দ্র বর্মনের ছেলে কৃষ্ণ কুমারের সঙ্গে প্রতিবেশী রফিকুল ইসলামের বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে গত ২৬ জানুয়ারি কৃষ্ণ ও রফিকুলের মধ্যে হাতাহাতি হয়। এতে তিনজন আহত হন। একই ঘটনার জের ধরে গত ৩১ জানুয়ারি উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কৃষ্ণের মা শোভা রানীসহ চারজন আহত হন।

কৃষ্ণের অভিযোগ, ওই ঘটনার জেরে প্রতিবেশি রফিকুল ইসলাম সোমবার দুপুরে তার খরের গাদা ও একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণ করলেও একটি ঘর ও খরের গাদা পুড়ে যায়।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন দেওয়ার ঘটনায় কৃষ্ণ বাদী মামলা করেন। ওই মামলার ভিত্তিতে রফিকুল ইসলামের বড় ভাই নুর ইসলাম ও তার ছেলে জুয়েল মিয়াকে আটক করে বুধবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।