বাল্কহেড-ট্রলারের সংঘর্ষের ঘটনায় ৪ শ্রমিক আটক

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০২:৪৮ পিএম

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে মাটিবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় জড়িত বাল্কহেডের ৪ শ্রমিককে আটক করেছে চাঁদপুর নৌ থানা-পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন মো. জাবেদ, আবুল বাশার, মো. ইউনুস ও দিদার। তারা সবাই ইকবাল হোসেন-১ নামক বালুবাহী বাল্কহেডের শ্রমিক।

সোমবার (৩১ জানুয়ারি) সকালে সংঘর্ষের এ ঘটনা ঘটে। সকাল পৌনে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৫ জনের মরদেহ উদ্ধার করেছে।

মৃতরা হলেন কুমিল্লা জেলার মুরাদ নগর থানার বহরা গ্রামের মোবারক হোসেন, একই এলাকার মাদবপুর গ্রামের আল আমিন, তিতাস থানার ধুলারাসপুর এলাকার চাঁনপুর গ্রামের মো. নাছির উদ্দিন, ট্রলারের মাঝি মুরাদনগর থানার রঘুনাথপুরের মো. আউয়াল ও কুমিল্লা তিতাস থানার রঘুনাথপুর গ্রামের মো. নজরুল ইসলাম।

বাগাদী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন বিল্লাল বলেন, “রাতে এ নদীতে ঝুঁকি নিয়েই বালুবাহী বাল্কহেড চলা ফেরা করে। শীত মৌসুমে কুয়াশার মধ্যে আরও বেশি ঝুঁকি থাকে। বিশেষ করে নদীর বাঁক ঘুরতে গিয়ে দুর্ঘটনা বেশি হয়। এই নদীতে ইটভাটার মাটিবাহী ট্রলারের সংখ্যাও বেড়েছে।”

চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তরের উপসহকারী পরিচালক মো. সাহিদুল ইসলাম জানান, ট্রলারটি এখনো ঘটনাস্থলেই ডুবন্ত অবস্থায় রয়েছে।