হ্যামিলনের বাঁশিওয়ালার মতো ব্যান্ডপার্টির পেছনে পেছনে ছুটতে থাকে শিশু-কিশোররা। উৎসুক জনতা জানালা দিয়ে বাইরের এমন দৃশ্য উপভোগ করেন। শনিবার (২৯ জানুয়ারি) নগরীর তিন নম্বর ওয়ার্ডে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এমন কার্যক্রম।
হ্যামিলনের বাঁশিওয়ালা যেমন বাঁশি বাজিয়ে শহর ইঁদুর মুক্ত করেছিল তেমনি নগরীর বর্জ্য অপসারণে সচেতনতা সৃষ্টিতে ব্যান্ডপার্টির আয়োজন করেছে কুসিক কর্তৃপক্ষ।
কুসিক সূত্রে জানা যায়, চলতি বছরের জুন পর্যন্ত প্রতি সপ্তাহে অন্তত একদিন ব্যান্ডপার্টি বাজিয়ে নগরবাসীকে আকৃষ্ট করতে নগরীর বর্জ্য অপসারণ করা হবে। ক্রমান্বয়ে ২৭টি ওয়ার্ডে চলবে পরিচ্ছন্নতা অভিযান।
নগরীর রেসকোর্স এলাকার বাসিন্দা মহিবুল ইসলাম জানান, ব্যান্ডপার্টির শব্দ শুনে বাসা থেকে নিচে নেমে আসি। নগরবাসীকে সচেতন করার এমন প্রচারণা ব্যতিক্রম।
কুসিক মেয়র মনিরুল হক সাক্কু জানান, ২২ জানুয়ারি থেকে কুসিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে। অন্যান্য বছর আরও আগে শুরু করা হলেও করোনা ও লোকবল সঙ্কটের কারণে এবার কিছুটা দেরি হয়েছে।
ব্যান্ডপার্টি সংযোজনের বিষয়ে কুসিক মেয়র বলেন, “এটা করার উদ্দেশ্য হলো মানুষের মধ্যে সচেতনতাবোধ সৃষ্টি করা।”
তবে, অনেকের ধারণা এ বছর কুসিক নির্বাচন। সে কারণে হঠাৎ এমন কাজ নির্বাচনি প্রচারণার অংশ হতে পারে।