মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন পাঠাগারের বিজয় দিবস উদ্‌যাপন

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২১, ০১:৪১ পিএম

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিব শতবর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন পাঠাগারের আয়োজনে বিজয় দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩টায় পাঠাগার মিলনায়তনে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে মুসলেহ উদ্দিন ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের সভাপতি কথাসাহিত্যিক ফাইজুস সালেহীনের সভাপতিত্বে মহান মুক্তিযুদ্ধের বুদ্ধিবৃত্তিক পটভূমি শীর্ষক আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক, লেখক মোহাম্মদ হাসেম, খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ফকির এ মতিন, মুসলেহ উদ্দিন ফাউন্ডেশনের সহসভাপতি আহমেদ সাইফুস সালেহীন সফা, গফরগাঁও সাহিত্য সংসদের সদস্যসচিব অ্যাডভোকেট সাইফুস সালেহীন, কবি সোহেল রানা প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন মুসলেহ উদ্দিন ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী মজিবুর রহমান ফরহাদ। আলোচকবৃন্দ মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ-নিপীড়নমুক্ত, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তরুণ চিত্রশিল্পী জ ই সুমন, উদ্ভাস শিশু নিকেতনের পরিচালক মাসুদুল আল আজাদ, শাঁখচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ বাচ্চু, পাঠাগারের সিনিয়র সদস্য নাজমুল হুদা, শাহজাহান মিয়া, মৌসুমী সারোয়ার।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।