বড়াইগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ১০:২৯ এএম
ছবি: সংবাদ প্রকাশ

শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) উপলক্ষে নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় ১৯৭১ সালে নিহত শহীদ বীর মুক্তিযোদ্ধাদের গণকবরে মোমবাতি প্রজ্বালন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়াম খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, বড়াইগ্রাম পৌরসভার মেয়র মাজেদুল বারী, বড়াইগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান প্রমুখ।