র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ১২:৩৫ পিএম

বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থেকে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে  র‍্যাব-১২।

শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, র‌্যাবের একটি দল দুপচাঁচিয়া থানার চৌমহনী বাজাররের গহের আলী কমপ্লেক্সের সামনের ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. নাজমুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করে।

তিনি বগুড়ার দুপচাঁচিয়ার সাইফুল ইসলামের ছেলে। তার কাছ থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোবাইল এবং নগদ টাকা জব্দ করা হয়।

এদিকে র‌্যাবের অপর একটি দল দুপচাঁচিয়ার ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালের সামনে রিপন ফার্মেসির ভেতর অভিযান চালিয়ে মাদক কারবারি মো. রফিকুল ইসলাম (৪৩), মো. জাহিদ হাসানকে (২২) গ্রেপ্তার করে। তারা যথাক্রমে বগুড়ার দুপচাঁচিয়ার মৃত শাজাহান মিয়া ও  কাহালুর বিরকেদারের মো. জয়নাল আবেদীনের ছেলে। তাদের কাছ থেকে মোট ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারদের দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. সোহরাব হোসেন জানান, র‌্যাবের এ ধরনের মাদকবিরোধী কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।