নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে কেককাটা, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা কড়ইতলা থেকে ‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার বের হয়। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
শোভাযাত্রাটি ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে। এসময় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন, ভৈরব প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও নিসচা ভৈরব শাখার সভাপতি এসএম বাকি বিল্লাহ প্রমুখ।
নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আলাল উদ্দিনের সার্বিক পরিচালনায় গজারিয়া শহীদুল্লাহ কায়সার কলেজের প্রতিষ্ঠাতা মো. শহিদুল্লাহ কায়সার, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের রাস্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান সাইফুল ইসলাম সেকুল, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাকিব রায়হান, সাবেক কাউন্সিলর মাহিন সিদ্দিকী, সাংবাদিক তুহিন মোল্লা, বিল্লাল হোসেন মোল্লা, মো. আক্তারুজ্জামান, আদিল উদ্দিন আহমেদ, মো. জাকির হোসেন, প্রভাষক এনামুল হক, প্রভাষক ইমরান হোসাইনসহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, নিসচার সদস্য ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন শোভাযাত্রায় অংশ নেন।