ধানক্ষেত থেকে অটোচালকের মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫, ০৮:২৩ পিএম
ঘটনাস্থল। ছবি : প্রতিনিধি

শেরপুর সদর উপজেলার মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজের রাস্তার পাশের ধানক্ষেত থেকে আব্দুল লতিফ (৪৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত লতিফ উপজেলার বাজিদখিলা ইউনিয়নের কুমরি কাটাজান গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে রাস্তার পাশের ধানক্ষেতে মরদেহটি দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ বলছে, মৃত ব্যক্তির গলায় রশি পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

[113956]

শেরপুর সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, “খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। মৃতের পরিবার মরদেহটি শনাক্ত করেছে।”