দোকানভাড়া বৃদ্ধির প্রতিবাদে ব্যবসায়ীদের ‘কমপ্লিট শাটডাউন’

জয়পুরহাট প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৯:২০ পিএম

জয়পুরহাট পৌরসভার অধীনে ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা।

জয়পুরহাট পৌরসভার  অধীনে প্রায় ৫ শতাধিক ব্যবসায়ীরা রোববার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে এই কর্মসূচি পালন করে।

[113916]

ব্যবসায়ীরা জানান, তারা দীর্ঘদিন ধরে পৌরসভার অধীনে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। হঠাৎ করে পৌরসভার কর্তৃপক্ষ কয়েকগুণ ভাড়া বৃদ্ধির নোটিশ দিয়েছেন। এ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবেন।