ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৩:০৯ পিএম
ম্যাপ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভিমরুলের কামড়ে সালামত মিয়াজি (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাতে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একই ঘটনায় সালামতের স্ত্রীসহ আরও দুজন হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিউতে) চিকিৎসাধীন।

শনিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালামত উল্ল্যাহ মিয়াজী। এর আগে গত শুক্রবার ঘাসিরচর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. মানিক হোসেন।

পরিবার ও এলাকাবাসী জানান, গত শুক্রবার দুপুরে সালামত উল্ল্যাহ মিয়াজী এবং তার স্ত্রী সেলিনা বেগম (৫২) দক্ষিণ দূর্গাপুর থেকে মেয়ের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ির কাছাকাছি পৌঁছালে হঠাৎ ভিমরুল তাদের ওপর আক্রমণ করে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে তাদের মেয়ে শিউলী আক্তার ও মেয়ের জামাতা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তাদেরও কামড় দেয় ভিমরুল। কামড়ে চারজনই অসুস্থ হয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থায় গুরুতর সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা বারডেম হাসপাতালে পাঠান। সেখানে গতকাল শনিবার রাতে মারা যান সালামত উল্ল্যাহ মিয়াজী। এ ঘটনায় তাঁর স্ত্রী, মেয়ে ও মেয়ের জামাতা ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন।