অপহরণের ৫ দিনেও উদ্ধার হয়নি চবির ৫ শিক্ষার্থী

খাগড়াছড়ি প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৫, ০৮:৫০ এএম
চবির ৫ শিক্ষার্থী

পাঁচ দিন পরও উদ্ধার হয়নি খাগড়াছড়িতে অপহরণ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচ শিক্ষার্থী। তাদের উদ্ধারে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী।

এদিকে অপহৃত শিক্ষার্থীদের মুক্তি ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে সকাল ১০টা থেকে খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলা শহরে বিক্ষোভ-মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে খাগড়াছড়ি আদিবাসী ছাত্র সমাজ।

এর আগে, অপহৃতদের সুস্থ অবস্থায় নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত পাহাড়ি শিক্ষার্থী এবং পরিবারের স্বজনেরা।

বুধবার (১৬ এপ্রিল) বিজু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ফেরার পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী রিশন চাকমা, মৈত্রীময় চাকমা, দিব্যি চাকমা, লংঙি ম্রো ও অলড্রিন ত্রিপুরাকে অপহরণ করা হয়। এ ঘটনায় ইউপিডিএফকে দায়ী করেছে জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপন ত্রিপুরা। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা।