কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার লেদা ২৬ নম্বর ক্যাম্পের আই-২ ব্লকের একটি পুকুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই ব্লকের আব্দুল কাশেমের ছেলে নূর হাসিম (১০) এবং একই ক্যাম্পের মোহাম্মদ ইসলামের ছেলে মো. রাশেদ (৭)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, দুপুরে দুই শিশু পুকুরে গোসল করতে যায়। কোনো এক ফাঁকে তারা পানিতে পড়ে যায়। পরে আশপাশের রোহিঙ্গারা তাদের দেখতে পেয়ে উদ্ধার করে ক্যাম্পের একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।