বাগেরহাটের মোংলায় বজ্রপাতে মো. নাছির শেখ (৪৫) নামে এক স্থানীয় বিএনপি নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মিঠাখালী ইউনিয়নের নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাছির শেখ মিঠাখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে খেপলা জাল দিয়ে পুকুরে মাছ ধরছিলেন নাছির শেখ। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, “ঘটনাটি বজ্রপাতজনিত একটি স্বাভাবিক মৃত্যু। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত কোনো ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়নি।”
নাছির শেখের মৃত্যুতে স্থানীয় বিএনপি এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
[113772]
এদিকে মিঠাখালী ইউনিয়নের বিএনপি নেতা মো. নাছির শেখের অকাল মৃত্যুতে মোংলা উপজেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।