জমিতে কোদাল দিয়ে কোপ দিতেই বিস্ফোরণ, কৃষক আহত

মাদারীপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৫, ০৮:৪৩ পিএম

মাদারীপুরের কালকিনিতে ফসলি জমিতে কাজ করার সময় বোমার বিস্ফোরণে মো. মোশারফ কাজী (৬৫) নামের এক কৃষক আহত হয়েছেন।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে বাড়ির পাশের ফসলি জমিতে কোদাল নিয়ে কাজ করতে যান কৃষক মোশারফ আলী। কাজ করতে করতে হঠাৎ পুঁতে রাখা বোমার ওপর কোদালের আঘাত লাগে। এ সময় জমিতে থাকা একটি বোমা বিস্ফোরিত হয়। এতে মোশারফের মুখমণ্ডল ও সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কালকিনি থানার পুলিশ।

আহত কৃষকের ছেলে মো. সোহেল কাজী বলেন, “জমির ঘাসের মধ্যে কে বা কারা যেন বোমা লুকিয়ে রাখে। আমার বাবা জমিতে কাজ করতে গিয়ে কোদাল দিয়ে মাটিতে আঘাত দিতেই ওই বোমা বিস্ফোরিত হয়। বাড়ির লোকজন দৌড়ে গিয়ে দেখে, বাবা জমির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।”

এদিকে জমিতে কারা বোমা পুঁতে রেখেছে, এ বিষয় পুলিশ অনুসন্ধান শুরু করেছে বলে জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শেখ সাব্বির হোসেন। তিনি বলেন, ওই জমিতে আরও কোনো বোমা পুঁতে রাখা রয়েছে কি না, সেটাও দেখা হচ্ছে। পুলিশ দ্রুতই এ ঘটনার রহস্য উদ্ঘাটন করবে।