মোটরসাইকেল কিনে না দেওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

মাদারীপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ০৬:৪৩ পিএম
নাহিদ বিশ্বাস। ছবি : সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে নাহিদ বিশ্বাস (১৭) নামে এক কলেজশিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সোমবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের বেলবানা গ্রামে এ ঘটনা ঘটেছে।

নাহিদ বিশ্বাস বেলবানা গ্রামের (ব্যাটালিয়ান আনসারে কর্মরত) মোস্তাক আহমেদের ছেলে ও ফরিদপুর মুসলিম মিশন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

থানা ও পারিবারিক সূত্রে জানা যায়,  ফরিদপুর মুসলিম মিশন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী নাহিদ বিস্বাস কয়েকদিন ধরে মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য দাবি করে আসছিল। কিন্তু তার মা মোটরসাইকেল কিনে দিতে রাজি না হওয়ায় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নাহিদ অভিমান করে ঘরের দরজা বন্ধ করে দেয়। নাহিদের মা লাকী বেগমের সন্দেহ হলে ছেলেকে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে ডাকচিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘরের দরজা ভেঙে নাহিদকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পায়। দ্রুত তাকে সিলিং ফ্যান থেকে নামিয়ে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।

এ ব্যাপারে নিহতের বাবা বাদি হয়ে আলফাডাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ নিশ্চিত করেছেন।

[113625]

হারুন অর রশিদ জানান, খবর পেয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে আত্মহত্যার প্রমাণ পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন করায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নিহতের বাবা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।