প্রেমিকদের সঙ্গে ঘুরতে গিয়ে ষষ্ঠ শ্রেণির ২ ছাত্রী ধর্ষণের শিকার

নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০১:০২ পিএম
ম্যাপ

নরসিংদীর রায়পুরা উপজেলায় দুই স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, প্রেমিকদের সঙ্গে ঘুরতে গিয়ে ভুক্তভোগীরা সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার বিকেলে বাঘাইকান্দী গ্রামের কাইয়ুম (২১) ও মুন্নার (২২) সঙ্গে নৌকাযোগে ঘুরতে যায় ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রী। সন্ধ্যার দিকে নৌকা তীরে ভিড়িয়ে ওই দুজনকে পূর্ব বাঘাইকান্দি এসইএসডিপি মডেল উচ্চবিদ্যালয়ের পেছনে নির্জন স্থানে নিয়ে যান। পরে কাইয়ুম ও মুন্না তাদের আরও ছয় বন্ধুকে ডেকে আনেন। বন্ধুরা সবাই মিলে ভয়ভীতি দেখিয়ে দুই স্কুলছাত্রীকে ধর্ষণ করে চলে যান। ওই দুই স্কুলছাত্রী নিজ নিজ বাড়ি গিয়ে পরিবারকে বিষয়টি জানায়।

অভিযুক্ত কাইয়ুম চরআড়ালিয়া গ্রামের সেন্টু মিয়ার ছেলে এবং মুন্না একই গ্রামের শাহ মিয়ার ছেলে। অন্যরা হলেন বাঘাইকান্দী গ্রামের কাদির মিয়ার ছেলে সাইফুল মিয়া, একই গ্রামের খলিল মিয়ার ছেলে রমজান মিয়া ও অজ্ঞাত আরও চারজন।

কাইয়ুম ও মান্নার সঙ্গে ওই দুই স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে।

ভুক্তভোগী এক স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আমরা চেয়ারম্যানের কাছে বিচার চেয়েছি। চেয়ারম্যান বলেছেন, বিচার করে দেবেন। আমরা বিচারের অপেক্ষায় আছি। পুলিশি ঝামেলায় যেতে চাই না। এ ছাড়া মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি।’

আরেক ভুক্তভোগীর বাবা বলেন, ‘রাতে বাড়ি ফিরে ঘটনা শুনেই আমি অজ্ঞান হয়ে যাই। ধর্ষণকারীরা প্রভাবশালী। আমরা তাদের সঙ্গে পারব না। এ ছাড়া মেয়ের ভবিষ্যতের চিন্তা করে চেয়ারম্যানের কাছে বিচার দিয়েছি। চেয়ারম্যান যে বিচার করবে আমি তাই মেনে নেব। আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, থানা পুলিশ করার মতো সামর্থ্য আমার নেই।’

এ বিষয়ে চরআড়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদা জামান সরকার বলেন, ‘তারা আমাকে ঘটনাটি জানিয়েছেন। সব বিষয় চিন্তা করে আমি তদন্তের জন্য লোক পাঠিয়েছি। ঘটনার বিস্তারিত জেনে বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্যদের নিয়ে বিচারে বসব।