বান্দরবানে কালাঘাটা এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, বান্দরবান পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের কালাঘাটায় বিএনপির কার্যালয় তালাবদ্ধ ছিল। সোমবার রাতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এ কার্যালয়ের তালা ভেঙে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ভেতরে থাকা আসবাবপত্র লুট এবং বিএনপি চেয়ারপারসনসহ তারেক রহমান ও জেলা বিএনপি নেতাদের ছবি ভাঙচুর করা হয়। চলে যাওয়ার সময় তারা কার্যালয়ের পাশের দেয়ালে ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’ এমন স্লোগান লিখে যায়।
তিন নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল জলিল অভিযোগ করে বলেন, “জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর অজিত কান্তি দাসের নির্দেশে বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়েছে। ভূমিদস্যু অজিত দাস পলাতক থাকলেও তার সন্ত্রাসী বাহিনী এখনো কালাঘাটায় অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।” বিএনপি কার্যালয় ভাঙচুরের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আবদুল করিম বলেন, “বিএনপি কার্যালয় ভাঙচুরের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।”