দৃষ্টিপ্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা, চার ছেলে-মেয়ে হাসপাতালে

লক্ষ্মীপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০২:৫৩ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুরুল আমিন (৬০) নামের দৃষ্টিপ্রতিবন্ধী এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার তিন ছেলে ও এক মেয়ে।

সোমবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড এলাকার ভাইস চেয়ারম্যান সড়কের চৌধুরীর চা দোকানের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- নিহত নুরুল আমিনের ছেলে বজলুর রহমান ভুলু (৩১), মামুন (২৫), ফিরোজ (১৮) ও মেয়ে আছমা আক্তার (২৭)।

আহত বজলুর রহমান ভুলু জানান, স্থানীয় চৌধুরীর চা দোকানের সামনে ওই এলাকার কামাল, জামাল, মাসুদ, আলমগীর, মনির ও সেলিমের সঙ্গে বিভিন্ন এলাকার অপরিচিত লোকজন নিয়ে গভীর রাত পর্যন্ত আড্ডা ও মাদক সেবন করে আসছিল। এ নিয়ে দুই দিন আগে বজলুর রহমান ভুলু অপরিচিতদের পরিচয় জানতে চাইলে অভিযুক্তদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এরই জেরে সোমবার রাতে ভুলুর ভাই মামুন চা পান করতে গেলে দোকানি চৌধুরীর সঙ্গে তার তর্ক হয়।

একপর্যায়ে কামাল, জামাল, মাসুদ, আলমগীর, মনির ও সেলিম মামুনকে মারধর করেন। খবর পেয়ে বজুলর রহমান ভুলু, তার বাবা নুরুল আমিন ও বোন আছমা এগিয়ে গেলে তাদেরও বেধড়ক মারধর করা হয়। এসময় হামলা গুরুতর আহত অবস্থায় দৃষ্টি প্রতিবন্ধী নুরুল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভুলু অভিযোগ করেন, মাদক ব্যবসা ও নেশার বিরুদ্ধে প্রতিবাদ করায় অভিযুক্তরা তাদের ওপর হামলা চালিয়ে তার বাবাকে হত্যা করেছে।

এদিকে এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাত দেড়টার দিকে তোরাবগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা।  

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম জানান, অভিযুক্তদের মধ্যে সেলিম নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।