গাজায় গণহত্যার প্রতিবাদে কালকিনিতে বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৮:২৪ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সারা দেশের মতো মাদারীপুরের কালকিনিতেও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। এসময় তারা সকল ধরনের ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেন।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার রমজানপুর ইউনিয়ন পরিষদের মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়ন পরিষদ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাঠে গিয়ে শেষ হয়।

এসময় সেখানে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভা শেষে রমজানপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওসমান গনি গাজায় নিহতদের রুহের মাগফিরাত কামনাসহ সকলের জন্য দোয়া করেন এবং সকল মুসলমানকে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান।

প্রতিবাদ সমাবেশে মুফতি ইমরান বিন হোসাইন, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মাওলানা ফোরকান আহমেদ, টরকী বন্দর ইসলামিয়া নূরানী মাদ্রাসার শিক্ষক আল আমিন সিকদার, বিএনপি নেতা আসাদুজ্জামান মোল্লা, জামায়াত নেতা আব্দুল্লাহ লিমন সিকদার, মাওলানা সাদিকুর রহমান, মাওলানা কামরুল ইসলাম, তারেক মোল্লা, তামিম মোল্লাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।