অতিরিক্ত যাত্রী নেওয়ায় দুই লঞ্চকে জরিমানা

ভোলা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৮:০৪ পিএম

ভোলায় অতিরিক্ত যাত্রী নেওয়ায় ঢাকাগামী দোয়েল পাখি-১০ মজুচৌধুরী ঘাটগামী খিজির- নামে দুটি লঞ্চকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার ( এপ্রিল) দুপুরে ভোলার ভোলার ইলিশা লঞ্চঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাফিজ এই জরিমানা করেন।

এছাড়া ঘাটে টিকিটের দাম বেশি নেওয়ার অভিযোগে লঞ্চঘাট সি ট্রাক ঘাটের ইজারাদারকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার জরিমানা করা হয়েছে।

আহসান হাফিজ বলেন, ঈদের ছুটি শেষে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় লঞ্চ সি ট্রাকে করে কর্মস্থলে ফিরছে মানুষ। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের দায়ে দোয়েল পাখি-১০ সি ট্রাক খিজির- আটক করে কোস্ট গার্ড। এছাড়া নির্ধারিত দামের ঘাটের টিকিট বেশি দামে নেওয়ায় ঘাট পরিচালককে আটক করে কোস্ট গার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করে সতর্ক করা হয়েছে।