নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ চার বিএনপি সমর্থক ও এক সাংবাদিক আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ৯ জন আওয়ামী লীগের সমর্থককে আটক করেছে পুলিশ।
সোমবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এসময় বিএনপি ও স্থানীয়দের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
এর কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকরা আবারও বিএনপি সমর্থকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। এসময় ৩০-৪০ রাউন্ড গুলি ছোড়েন তারা। এতে বিএনপির দুই সমর্থক গুলিবিদ্ধ হন।
আহতরা হলেন- ওই এলাকার সাব্বির (২৪), সুজাত (৩০), মহাসিন (২৭), জিয়া (৪৬) এবং খোলা কাগজের লালপুর প্রতিনিধি তুষার ইমরান (২২)।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।