ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

নাটোর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ০৫:৩৯ পিএম
সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে পুলিশ ও সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ চার বিএনপি সমর্থক এক সাংবাদিক আহত হয়েছেন। ঘটনায় অভিযান চালিয়ে সন্দেহভাজন জন আওয়ামী লীগের সমর্থককে আটক করেছে পুলিশ। 

সোমবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকায় ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের কর্মীরা ‘জয় বাংলা স্লোগান দিতে থাকেন। এসময় বিএনপি স্থানীয়দের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এর কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থকরা আবারও বিএনপি সমর্থকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। এসময় ৩০-৪০ রাউন্ড গুলি ছোড়েন তারা। এতে বিএনপির দুই সমর্থক গুলিবিদ্ধ হন। 

আহতরা হলেন- ওই এলাকার  সাব্বির (২৪), সুজাত (৩০), মহাসিন (২৭), জিয়া (৪৬) এবং খোলা কাগজের লালপুর প্রতিনিধি তুষার ইমরান (২২) 

বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।