চুরি করা টাকায় স্ত্রীকে তালাক, অতঃপর...

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ০৩:১৫ পিএম

চুরি করা টাকা দিয়ে স্ত্রীকে তালাক দিতে গিয়ে ধরা পড়েছেন জহুরুল নামের এক যুবক।ঘটনাটি ঘটেছে দিনাজপুরের হাকিমপুরে মংলা বাজারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দু’সপ্তাহ আগে উপজেলার মংলা বাজারের কাপড় ও মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের দোকানে চুরি হয়। এদিন তার দোকান থেকে চোরেরা ৭ লাখ টাকা নিয়ে যায়।এ ঘটনায় হাকিমপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

ঘটনার কয়েকদিন পর একই এলাকার যুবক জহুরুল তার চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর শুরু করেন। তার সঙ্গে আর সংসার করবেন না বলে শ্বশুরবাড়ির লোকদের চাপ দেন। তিনি পেশায় দিনমজুর। মোহরানার আড়াই লাখ টাকা পরিশোধ করবেন বলেও জানান। গত শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় বাসিন্দা ও শ্বশুরবাড়ির লোকজন বসে তালাকের সিদ্ধান্ত নেন।

এ সময় বাবার বাড়ি থেকে দেওয়া কাপড় ও আসবাব গোছাতে শুরু করেন তার স্ত্রী মিনারা বেগম। এক পর্যায়ে ঘরের এক কোনায় লুকিয়ে রাখা মোটা অঙ্কের টাকা দেখতে পান। বিষয়টি উপস্থিত লোকজনের মধ্যে জানাজানি হলে শুরু হয় নানা জল্পনা। এ সময় তাকে মারধর করলে চুরির বিষয়টি স্বীকার করেন।

প্রতিবেশী তাছির উদ্দিন বাপ্পির ভাষ্য, চুরির ঘটনার পর জহুরুলের মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। তিনি দিনমজুর, নিজস্ব কোনো জমি নেই। কয়েকদিন আগে শোনেন, অন্তঃসত্ত্বা স্ত্রীর মোহরানার টাকা পরিশোধ করে তালাক দিচ্ছেন। এটি শোনার পর তিনি সন্দেহ করেছিলেন যে কয়েকদিন আগে বাজারে চুরিতে তার হাত থাকতে পারে।

দোকানের অদূরেই জহুরুলের বাড়ি বলে জানান উপজেলার মংলা বাজারের ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, “তার বাড়িতে গিয়ে দেখি কয়েকজন তাকে বেঁধে রেখেছে। সে আমার দোকান থেকে টাকা চুরির কথা স্বীকার করেছে।”

ঘটনার পর ভুক্তভোগী ব্যবসায়ীর মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন– মংলা বাজারের জহুরুল (২২), সাতকুড়ি গ্রামের শাহাজুল (৩২) এবং নওদাপাড়া বিলেরপাড়া গ্রামের ছেলে তাইজুল (৩৫)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির বিষয়টি স্বীকার করেছেন। জহুরুলের কাছ থেকে ১ লাখ ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।