ইউপি নির্বাচন: দাগনভূঞা ও সোনাগাজীতে মনোনয়ন পেলেন যারা

ফেনী প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ০৭:০৪ পিএম

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফেনীর দাগনভূঞা ও সোনাগাজীতে ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ কে শহীদ উল্যাহ খোন্দকার।

দাগনভূঞা উপজেলার ১ নম্বর সিন্দুরপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) পেয়েছেন নুর নবী, ২ নম্বর রাজাপুর ইউনিয়নে জয়নাল আবেদীন মামুন, ৩ নম্বর পূর্বচন্দ্রপুর ইউনিয়নের মো. মাসুদ রায়হান, ৫ নম্বর ইয়াকুবপুর ইউনিয়নে আবুল ফোরকান বুলবুল, ৭ নম্বর মাতুভূঞা ইউনিয়নে আবদুল্লা আল মামুন, ৮ নম্বর জায়লস্কর ইউনিয়নে মামুনুর রশীদ।

এদিকে সোনাগাজী উপজেলার ১ নম্বর চরমজলিশপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) পেয়েছেন এমএ হোসেন, ২ নম্বর বগাদানা ইউনিয়নে আলা উদ্দিন বাবুল, ৩ নম্বর মঙ্গলকান্দি ইউনিয়নে মোশারফ হোসেন বাদল, ৪ নম্বর মতিগঞ্জ ইউনিয়নে মো. রবিউজ্জামান, ৫ নম্বর চরদরবেশ ইউনিয়নে নুরুল ইসলাম, ৬ নম্বর চরচান্দিয়া ইউনিয়নে মো. মোশারফ হোসেন মিলন, ৭ নম্বর সোনাগাজী সদর ইউনিয়নে উম্মে রুমা, ৮ নম্বর আমিরাবাদ ইউনিয়নে আজিজুল হক এবং নবাবপুর ইউনিয়নে মো. দেলোয়ার হোসেন।

জানা গেছে, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে দুই উপজেলায় ১৫টি ইউনিয়নে ৬৯জন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেন। এদের মধ্যে থেকে স্থানীয়ভাবে তৃণমূলের ভোটে বিজয়ীরা আওয়ামী লীগের কেন্দ্রীয় স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডে ১৫ প্রার্থীকে মনোনয়ন দেন।

এর মধ্যে সোনাগাজী উপজেলার সদর ইউনিয়ন ও আমিরাবাদ ইউনিয়ন এবং দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নে এবার পরিবর্তন করে নতুন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়,  নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর দুই উপজেলার ১৭ ইউনিয়নের মধ্যে ১৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নে প্রার্থী হতে ২৫ নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ও বাছাইয়ের তারিখ ২৯ নভেম্বর। ৫ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়েছে।